বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মান্দায় ৫৫০ টাকা কেজিতে গোমাংস বিক্রয়ের উদ্বোধন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় ৫৫০ টাকা কেজিতে গোমাংস বিক্রয়ের উদ্বোধন 

নওগাঁর মান্দায় নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালের দিক নির্দেশনায় ও মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের সহযোগিতায় ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার প্রসাদপুর বাজার টিএন্ডটি অফিসের পাশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন, মো. শাহ আলম মিয়া ইউএনও মান্দা। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. নুরুজ্জামান উপজেলা প্রাণিসম্পদ অফিসার মান্দা, নওগাঁ।

উদ্বোধনকালে ইউএনও বলেন, বাজারে মাংস ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করতে ৬৫০/৭০০ টাকা কেজি দরে মাংস বিক্রয় করে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সেই জন্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার স্বার্থে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ।

৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রয় করে ব্যবসায়ীদের জানান দিতে যে, কম মূল্যে গরুর মাংস বিক্রয় করা যায়। আগামীতে আরও চাহিদা অনুযায়ী আরও বেশি করে মাংস বিক্রয়ের পরিকল্পনা রয়েছে।

টিএইচ